আসসালামু আলাইকুম। বাংলায় জাভাস্ক্রিপ্ট শিখুন - আসিফ আদিবের সাথে জাভাস্ক্রিপ্ট জার্নিতে আপনাকে স্বাগতম।
বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ওয়েব প্রোগ্রামিং ভাষাগুলোর মধ্যে জাভাস্ক্রিপ্ট অন্যতম একটি প্রোগ্রামিং ভাষা। আমাদের এই জাভাস্ক্রিপ্ট জার্নি টিউটোরিয়াল সিরিজটিতে আমরা জাভাস্ক্রিপ্ট শিখবো একটি পূর্ণাঙ্গ প্রোগ্রামিং ভাষা হিসাবে।
আপনি যদি ইতি মধ্যেই কোন একটি প্রোগ্রামিং ভাষা জেনে থাকেন তাহলে এই টিউটোরিয়াল সিরিজটি আপনার জন্য অনেক সহজ হবে কিন্তু আমাদের এই টিউটোরিয়াল সিরিজটি জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আমারা এমন ভাবে আলোচনা করার চেষ্টা করবো যেনো আপনার প্রোগ্রামিং ভাষা সম্পর্কে কোনো রকম ধারনা না থাকলেও আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনার প্রোগ্রামিং শিখা শুরু করতে পাড়েন।
HTML এবং CSS জানতে হবে জাভাস্ক্রিপ্ট শিখার পূর্বে । আমরা এই টিউটোরিয়ালে এমন ভাবে জাভাস্ক্রিপ্ট শিখবো HTML এবং CSS না জানলেও আপনি জাভাস্ক্রিপ্ট শিখা শুরু করতে পারবেন। কিন্তু আমার সাজেশন থাকবে অবশ্যই আপনি HTML এবং CSS শিখে নিবেন। কারন এই টিউটোরিয়ালে আমরা অল্প কিছু HTML এবং CSS এর ব্যবহার করে জাভাস্ক্রিপ্টে কাজ করবো। এখন না শিখলেও কিন্তু পরে আপনাকে অবশ্যই শিখে নিতে হবে প্রোজেক্ট এ কাজ করতে গেলে অবশ্যই কাজে লাগবে।